বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র্যা লী ও আলোচনা সভা

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : ‘‘নিরাপদ অভিবাসন-দিন বদলের লক্ষ অর্জন’’ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৪। দিনাজপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর আয়োজনে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দনে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা। র‌্যালীতে অংশ নেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসএর সহকারী পরিচালক মোঃ মুশফিকুর রহমান, জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন, দিনাজপুর জেলা ব্রাক প্রতিনিধি মোঃ মহশিন আলী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিনাজপুর এর ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ রুহুল আমিন, সোনালী ব্যাংক লিমিটেড দিনাজপুর কর্পোরেট শাখার এসইও মোঃ নাছিম উদ্দিন, অফিসার কমল কুমার রায়, সুবাস চন্দ্র রায়, ওমর আলী, জাকির হোসেন, রেজওয়ানা বেগম, মমতা পল­ী উন্নন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, এসআইডিপি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আফছার আলী প্রমুখ। দ্বিতীয় পর্বে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসএর সহকারী পরিচালক মোঃ মুশফিকুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন, মোঃ রুহুল আমিন, মোঃ মহসিন আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার অফিসার মোঃ নবীরুল ইসলাম। শেষে পুরস্কার বিতরণ, সম্মাননা ক্রেস্ট ও দুই জনের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

Spread the love