বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে আন্তর্জাতিক রেডিওলোজি দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় দিনাজপুরে আমত্মর্জাতিক রেডিওলোজি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে দিনাজপুর ডায়াবেটিক সমিতি ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি’র (ডিএডি-আইএমটি) রেডিওলোজি বিভাগের উদ্যোগে ইনস্টিটিউটের হল রম্নমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সভাপতি এ্যাড. মোঃ আব্দুল লতিফ-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ সফিকুল হক ছুটু, কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. মাহবুব হাসান চৌধুরী লিটন, মকসেদ আলী মঙ্গলীয়া, দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ও ইনস্টিটিউটের শিক্ষক ডা. ডি সি রায়, ইনস্টিটিউটের শিক্ষক মাসুদা হাসিন, ডা. নাজমা আক্তার, ছাত্র মোঃ দুলাল হোসেন, মাদব চন্দ্র রায়, ছাত্রী পপি ইয়াসমিন প্রমূখ।

এর আগে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ করে। র‌্যালি ও আলোচনা সভায় দিনাজপুর ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সভাপতি এ্যাড. মোঃ আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল হক ছুটু, কার্যনির্বাহী কমিটির সদস্য মকসেদ আলী মঙ্গলীয়া, এ্যাড. মোঃ শফিকুর রহমান, ডায়াবেটিক হাসপাতালের সহকারী পরিচালক হুমায়ূন কাদিরসহ ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষকা ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।

Spread the love