শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে আমন ধানের মূল্য নির্ধারনে মত বিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি : কৃষি পণের জন মূল্য কমিশন দিনাজপুর এর সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারম্নকুজ্জামান চৌধুরী মাইকেল বলেছেন কৃষকের স্বার্থ সংরক্ষন করেই আমন ধানের মূল্য নির্ধারন করতে হবে। আবাদের উপকরণের মূল্য কমাতে পারলে মোটা ধান প্রতিমন সাড়ে আট শত ও চিকন ধানের মূল্য ১৮শত টাকা নির্ধারন করলে যেমন কৃষক বাঁচবে অপর দিকে সহনশীল পর্যায়ে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।

‘‘খাদ্য নিরাপত্তা ও সার্বভৌমত্ব অর্জনে কৃষি পণের লাভজনক মূল্য নিশ্চিত কর’’-এই শেস্নাগানকে সামনে রেখে গতকাল শনিবার কৃষি পণ্য জনমূল্য কমিশন ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর আয়োজিত সিএমআরএল, কর্মজীবী নারী, গ্রো ও অক্সফাম এর সহযোগীতায় আমন ধানের মূল্য নির্ধারনে মতবিনিময় সভায় তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন কৃষি পণ্য জনমূল্য কমিশন দিনাজপুর এর সহ-সভাপতি ও জাসদ নেতা মোঃ সহিদুল ইসলাম শহিদুল­vহ, সহ-সভাপতি ও কর্মজীবী নারী দিনাজপুর এর সাধারণ সম্পাদক বেগম নুরুন নাহার, অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাবলু ও আলোহা সোসাল সার্ভিসেস এর সমন্বয়কারী মোঃ আব্দুল হামিদ। স্বাগত বক্তব্য ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিসির নির্বাহী পরিচালক ও কমিশনের সদস্য সচিব যাদব চন্দ্র রায়। মূল প্রবন্ধ পাঠ করেন সিডিসির ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়। প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন ইউপি সদস্য জ্যোস্না রানী রায়, কৃষক বৈদ্যনাথ রায় ও সাংবাদিক আজাহারুল আজাদ জুয়েল।

Spread the love