শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও সার্বিক বিষয় সংক্রান্তে মতবিনিময় সভায়

সাহেব, দিনাজপুর ॥ ২ অক্টোবর মঙ্গলবার দিনাজপুর পুলিশ লাইন হলরুমে জেলা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও সার্বিক বিষয় সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম। এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মাহফুজ্জামান আশরাফ, মিজানুর রহমান, সুশান্ত সরকার (সদর সার্কেল) সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুজাউর রব চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, কোতয়ালী অফিসার ইনচার্জ মোঃ রেদওয়ানুর রহিম, টিআই সাদাকাতুর বারী জেলা পুজা উদযান পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার প্রমুখ। এ ছাড়া দিনাজপুর জেলার প্রতিটি উপজেলার পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি সৈয়দ আবু সায়েম বলেন, সকল ধর্মের উৎসবে নিরাপত্তা দেয়া এ সরকারের প্রথম শর্ত। ধর্ম যার যার উৎসব সবার।  প্রতিটি ধর্মের মানুষ নিশিচত নিরাপত্তার মধ্য দিয়ে স্ব স্ব উৎসব পালন করবে এ নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কোন অবস্থাতেই উৎসবে বিশৃঙ্খলাকারী ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া হবে না। এদের কঠোর ভাবে প্রতিহত করা হবে। আসন্ন শারদীয় দুর্গা উৎসবে দিনাজপুর জেলায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। মাদকসেবী, মাদক ব্যবসায়ী  ও সন্ত্রাসীদের ইতিমধ্যেই চিহিৃত করা হয়েছে। পুলিশের নজরে রয়েছে এরা।

Spread the love