বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ইটভাটা কর্তৃক সৃষ্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অবহিতকরণ সভায় অনুষ্ঠিত

মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর এর আয়োজনে ইটভাটা কর্তৃক সৃষ্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রণীত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০১৯ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন মিঞা। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান এর উপনস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইটভাটা মালিক গ্র“পের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং ইটভাটা মালিক গ্র“পের অন্যান্য সদস্যবৃন্দ। অবহিতকরণ সভা কলাকালীন সময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান ইটভাটা সংক্রান্ত সরকারি পলিশি ও আইন বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি’র উপর একটি ¯¬াইট প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। বিষয়গুলোর মধ্যে রয়েছে ইটভাটা ও পরিবেশ দূষন, ইটভাটা সংক্রান্ত সরকারি পলিসি, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫, পরিবেশ সংরক্ষন বিধিমালা ১৯৯৭, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন-২০১৩, ছাড়পত্র প্রদান ও নবায়ন প্রক্রিয়া, ইটভাটার ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে মৌলিক অন্তরায় সরকারের পরিকল্পন ও সর্বশেষে ইট ভাটা মালিক গণকের কাছ থেকে প্রশ্নত্তোর প্রদান করা হয়।

Spread the love