শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ঈদের দিনে করোনায় আরও একজনের মৃত্যুঃ নতুন আক্রান্ত ৩২ জন

দিনাজপুর প্রতিনিধি : আজ ঈদের দিনে দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে জেলায় আরও মৃত্যু হয়েছে ২৮ জনের৷
আজ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ৩২ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭২৫ জন। আর আজ ২৮ জনসহ করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন, ১১০০ জন।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ড.আব্দুল কুদ্দুস জানিয়েছেন,আজ শনিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছে মো.আজগর আলী (৭০) নামে একব্যক্তি। তিনি জেলার পার্বতীপুর উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা। গত ২৭ জুলাই তিনি করোনা পজেটিভ হিসেবে সনাক্ত হয়।
সিভিল সার্জন ডা.আব্দুল কুদ্দুস জানান,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় ১২৮ টি নমুনা পরীক্ষা করা হলে ৩২টি রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে দিনাজপুরের সদরে ১৭ জন,হাকিমপুরে ৬ জন,ফুলবাড়ীতে ৪ জন, বিরলে ২ জন, বিরামপুরে একজন,খানসামায় একজন এবং পার্বতীপুরে একজন রয়েছে।

Spread the love