বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে একদিনে আরো ১৯ জনসহ মোট করোনায় আক্রান্ত ১৭৪৪ জন ॥ মোট ৩৭ জনের মৃত্যু

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭৪৪ জনে। আর এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ৭৪ জনসহ এ পর্যন্ত ১১৭৪ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। তবে আক্রান্ত ১৭৪৪ জনের মধ্যে ১১৭৪ জন সুস্থ ও ৩৭ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা রয়েছে ৫৩৩ জন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, রবিবার (২ আগষ্ট) রাত ৯টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৫৩টি নমুনার ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে নতুন করে ১৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ১৭৪৪ জনে। এছাড়া এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন ৭৪ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৭৪ জন।

নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৮ জন ও ফুলবাড়ী উপজেলায় একজন। অপরদিকে নতুন সুস্থ’ ৭৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫১ জন, বিরলে ৭ জন, পার্বতীপুরে দুইজন, বিরামপুরে ১০ জন, চিরিরবন্দরে দুইজন, নবাবগঞ্জে একজন ও বীরগঞ্জ উপজেলায় একজন।

জেলায় আক্রান্ত ১৭৪৪ জনের মধ্যে সদর উপজেলায় ৭৫৪ জন, বিরলে ৯৫ জন, বিরামপুরে ১৯৫ জন, বীরগঞ্জে ৪৮ জন, বোচাগঞ্জে ৩৩ জন, চিরিরবন্দরে ৯৩ জন, ফুলবাড়ীতে ৭৬ জন, ঘোড়াঘাটে ৭১ জন, হাকিমপুরে ৩৮ জন, কাহারোলে ৬৩ জন, খানসামায় ৬০ জন, নবাবগঞ্জে ৮২ জন ও পার্বতীপুর উজেলায় ১৩৬ জন।

তিনি জানান, এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯ জন, বিরলে দুইজন, বিরামপুরে ৩ জন, বীরগঞ্জে ৩ জন, বোচাগঞ্জে দুইজন, চিরিরবন্দরে ৫ জন, ফুলবাড়ীতে ৬ জন, কাহারোলে একজন, খানসামায় একজন, নবাবগঞ্জে দুইজন ও পার্বতীপুর উপজেলায় ৩ জন।

তিনি জানান, দিনাজপুর জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৭ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২৮ জন মৃত্যুবরণ করেছে বলে জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।

Spread the love