শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে একদিনে আরো ৭৭ জনসহ মোট করোনায় আক্রান্ত ১৮৬৪ জন ॥ নতুন একজনসহ এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারো বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন আরো ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৮৬৪ জনে। একই সময়ে ফুলবাড়ী উপজেলায় একজনসহ এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ৪২ জনসহ এ পর্যন্ত ১২৯৬ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। তবে আক্রান্ত ১৮৬৪ জনের মধ্যে ১২৯৬ জন সুস্থ ও ৩৯ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা রয়েছে ৫২৯ জন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, মঙ্গলবার (৪ আগষ্ট) রাত ৯টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৭৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ১৮৬৪ জনে। এছাড়া ফুলবাড়ী উপজেলায় একজসসহ এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আর নতুন ৪২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২৯৬ জন।

নতুন আক্রান্ত নতুন আক্রান্ত ৭৭ জনের মধ্যে সদরে ২৫ জন, কাহারোলে একজন, বিরলে ১৪ জন, বীরগঞ্জে একজন, চিরিরবন্দরে ৩ জন,  বিরামপুরে ১৫ জন, নবাবগঞ্জে ৫ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে ৪ জন ও

পার্বতীপুর উপজেলায় একজন। অপরদিকে নতুন সুস্থ’ ৪২ জনের মধ্যে সদর উপজেলায় ১৮ জন, বিরামপুরে ৬ জন, বীরগঞ্জে ৪ জন, চিরিরবন্দরে ৩ জন, পার্বতীপুরে ৯ জন ও হাকিমপুর উপজেলায় দুইজন।

জেলায় আক্রান্ত ১৮৬৪ জনের মধ্যে সদর উপজেলায় ৮১৯ জন, বিরলে ১১০ জন, বিরামপুরে ২১০ জন, বীরগঞ্জে ৫০ জন, বোচাগঞ্জে ৩৩ জন, চিরিরবন্দরে ৯৬ জন, ফুলবাড়ীতে ৮৪ জন, ঘোড়াঘাটে ৭১ জন, হাকিমপুরে ৪৩ জন, কাহারোলে ৬৪ জন, খানসামায় ৬০ জন, নবাবগঞ্জে ৮৭ জন ও পার্বতীপুর উজেলায় ১৩৭ জন। তিনি জানান, এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১০ জন, বিরলে দুইজন, বিরামপুরে ৩ জন, বীরগঞ্জে ৩ জন, বোচাগঞ্জে দুইজন, চিরিরবন্দরে ৫ জন, ফুলবাড়ীতে ৭ জন, কাহারোলে একজন, খানসামায় একজন, নবাবগঞ্জে দুইজন ও পার্বতীপুর উপজেলায় ৩ জন। তিনি জানান, দিনাজপুর জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৯ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩০ জন মৃত্যুবরণ করেছে বলে জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।

Spread the love