শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে একদিনে নতুন আরো ২৬ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো ২৬ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ২১৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১০ জন, চিরিরবন্দরে ৪ জন, বিরামপুরে ৩ জন, পার্বতীপুরে ৩ জন, বিরলে দুইজন, কাহারোলে  দুইজন, ফুলবাড়ীতে একজন ও নবাবগঞ্জ উপজেলায় একজন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস শুক্রবার (২৯ মে) রাত পৌনে ৯ টায় গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ২৬ জন করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ২১৪ জনে।

সিভিল সার্জন জানান, আক্রান্ত ২১৪ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৫৪ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ২৫ জন, বোচাগঞ্জে ৯ জন, পার্বতীপুরে ১৪ জন, ফুলবাড়ীতে ৭ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৩ জন, খানসামায় ৭ জন, বিরামপুরে ২১ জন, ঘোড়াঘাটে ১৯ জন, চিবিরবন্দরে ১০ জন ও বীরগঞ্জ উপজেলায় ১১ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৩ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ জন। এছাড়া বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৫৭ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন একজন ও একজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন আরো জানান, শুক্রবার ২৯ মে দিনাজপুর ল্যাব হতে মোট ১৫০টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২৬টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ১২৪টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।

এ নিয়ে দিনাজপুর জেলায় করোনায় (কোভিট-১৯) প্রমানিত রোগির সংখ্যা দাড়ালো ২১৪ জন। এছাড়া শুক্রবার ১৩৬ টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আর এ পর্যন্ত ৩১৫৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৩১০৯টি।

Spread the love