বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে একদিনে নতুন আরো ২৪ জনসহ জেলায় মোট করোনায় আক্রান্ত ৩০৫ জন ॥ সুস্থ ৮২ জন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৩০৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫ জন, বীরগঞ্জে ৩ জন, কাহারোলে একজন, পার্বতীপুরে দুইজন, বোচাগঞ্জে একজন মৃত ও চিরিরবন্দর উপজেলায় দুইজন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১২ জনসহ এ পর্যন্ত ৮২ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টায় গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ২৪ জন করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা হয়েছে ৩০৫ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় ১২ জনসহ এ পর্যন্ত ৮২ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। আর গত ২৪ ঘন্টায় একজনসহ এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ৩ জনের মধ্যে সদর উপজেলায় একজন পুরুষ, চিরিরবন্দর উপজেলায় একজন নারী ও বোচাগঞ্জে একজন পুরুষ রয়েছেন।

তিনি জানান, আক্রান্ত ৩০৫ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৯২ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ৩২ জন, বোচাগঞ্জে ১০ জন (মৃত একজনসহ), পার্বতীপুরে ২৩ জন, ফুলবাড়ীতে ১০ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৪ জন, খানসামায় ১১ জন, বিরামপুরে ২৭ জন, ঘোড়াঘাটে ২৬ জন, চিরিরবন্দরে ১৯ জন (মৃত একজনসহ) ও বীরগঞ্জ উপজেলায় ১৭ জন।

তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ১২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৮২ জন। সুস্থদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৯ জন, ফুলবাড়ীতে একজন, খানসামায় দুইজন, নবাবগঞ্জে ১১ জন, চিরিরবন্দরে একজন, পার্বতীপুরে ৯ জন, কাহারোলে ৭ জন, বোচাগঞ্জে ৫ জন, হাকিমপুরে দুইজন, ঘোড়াঘাটে দুইজন, বিরামপুরে ৩ জন, বিরলে ১০ জন ও বীরগঞ্জ উপজেলায় ১০ জন। 

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ আরো জানান, এ পর্যন্ত ৩৯৭০টি নমুনা পরীক্ষায় ৩০৫  পজিটিভ পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় ১২২টি নমুনার মধ্যে ২৪ জন পজিটিভ ফলাফল এসেছে। ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ২১০ জনসহ এ পর্যন্ত ১০১৫২ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। আর হোম কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন ৭৬৭৮ জন। বর্তমানে ২৪৮৪ জন হোম রয়েছে বলে জানান তিনি।

Spread the love