শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে এফপিএবি’র আয়োজনে বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী ॥ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) দিনাজপুর শাখার আয়োজনে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার শহরের ঘাসিপাড়াস্থ নিজস্ব ক্যাম্পাসে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত  শাখার ব্যাপক প্রচার প্রসারনা বৃদ্ধি, সার্বিক কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি সাধন, সকল পর্যায় সেবা গ্রহীতা গুণগত ও মান সম্পন্ন সেবা প্রদান এবং স্থানীয় আয় ক্রমাগত বৃদ্ধি তথা স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে শাখা নির্বাহী কমিটির সরাসরি তত্ত্বাবধানে / নির্দেশনায় সকল স্তরের কর্মকর্তা/ কর্মচারী ও পিএইচপি গণের নিরলস শ্রম ও সহযোগিতায় স্বনামধন্য ডাক্তারদের সমন্বয়ে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফপিএবি দিনাজপুর শাখার সভাপতি প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন, অবৈতনিক সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল করিম, অবৈতনিক কোষাধ্যক্ষ শাহ ইয়াজদান মার্শাল, সম্পাদক- এ্যাডভোকেসী মিসেস জান্নাতুল রোজ, সম্পাদক যুব সাফি সাবনাজ সুইটি ও প্রাক্তন সভাপতি আব্দুস সামাদ। বিশেষ স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন শাখার জেলার কর্মকর্তা মোঃ কামরুজ্জামান উজ্জ্বল। উক্ত ক্যাম্পে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্বনামধন্য চিকিৎসকবৃন্দ সেবা প্রদান করেন। তাদের মধ্যে ডাঃ মোঃ নুরুজ্জামান জামান  (মেডিসিন), ডাঃ শুভ মুখার্জী (নবজাত ও শিশুরোগ বিশেষজ্ঞ), ডাঃ মোঃ আব্দুল করিম (সাবেক সিভিল সার্জন), ডাঃ মমতাজ বেগম পলী (গাইনী এন্ড অবস্্), ডাঃ মোঃ সাহাবউদ্দীন (স্বাস্থ্য), ডাঃ মাহবুবা বেগম (আল্ট্রাসনোগ্রাফী)। এই দিনের বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে ক্লায়েন্ট উপস্থিত ছিলেন। এছাড়াও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন শাখার সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও আরএইচপি বৃন্দ। ক্যাম্পে সকল প্রকার সাধারণ রোগ, গাইনী, শিশুরোগ, পরিবার পরিকল্পনা কার্যক্রমসহ বিভিন্ন প্রকার প্যাথলজিক্যাল সেবা প্রদান করা হয়। এফপিএবি দিনাজপুর জেলার সদর, বীরগঞ্জ, বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন কর্মকর্তা এলাকা থেকে আগত ১৯৯ জন রোগীদের বিভিন্ন রোগের সেবা প্রদান করা হয়।

Spread the love