শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে এফপিএবি’র ৪৩তম বার্ষিক সাধারন সভা

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ৩১ অক্টোবর শনিবার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি- এফপিএবি দিনাজপুর জেলা শাখার ৪৩ তম বার্ষিক সাধারণ সভা ২০২০ইং সমিতির এ্যাডঃ এম ফয়জুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এফপিএবি’র সভাপতি প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এ্যামিরেটরস সভাপতি মোঃ আব্দুস সামাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জাতীয় কার্য নিবার্হী সম্পাদক সম্পদ উন্নয়ন মিসেস তাসকিনা আজাদ, এফপিএবি’র জেলা কর্মকর্তা আলিফ আল আসাদ। সভাপতির বার্ষিক প্রতিবেদন পাঠ করেন এফপিএবি’র সভাপতি প্রফেসর আ.ন.ম গোলাম রাব্বানি। আয়-ব্যায়ের প্রতিবেদন পাঠ করেন অবৈতনিক কোষাধ্যক্ষ শাহ্ ইয়াজদান মার্শাল।

প্রতিবেদন দুটির উপর মুক্ত আলোচনা করে বক্তব্য রাখেন প্রাক্তন হুইপ মিজানুর রহমান মানু, ডাঃ আব্দুল করিম, প্রফেসর আব্দুল জব্বার, একেএম মেহেরুল্লাহ্ বাদল, আমিরুল ইসলাম, মনিরুজ্জামান জুয়েল, সেতারা বেগম। আলোচনা শেষে কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবদেন দুটির অনুমোদন দেয় উপস্থিত সদস্য বৃন্দ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এফপিএবি’র প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ শাহীনুর ইসলাম। সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন জান্নাতুন রোজ। ৪২ তম বার্ষিক সাধারণ সভার কার্য বিবরনী পাঠ করেন এফপিএবি’র মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ মজিদা খাতুন।

সভাপতির বক্তব্যে প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জনসংখ্যা, সম্পদ এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। এ লক্ষ্যে সমাজের সচেতন নাগরিক হিসেবে নিজের পেশার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত, সুখী সুন্দর জীবন যাত্রার মান উন্নয়নে আমরা কাজ করে চলছি। আগামী দিনগুলোতে আপনাদের সক্রিয় সহযোগিতা অব্যাহত থাকলে সারা দেশের মধ্যে এফপিএবি দিনাজপুর জেলা শাখা একটি মডেল শাখা হিসেবে পরিচিতি লাভ করবে। পাশাপাশি অল্প খরচে আরো বেশি করে মা ও শিশুর উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করতে সক্ষম হবো।

Spread the love