শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে এসকর্টস পাওয়ারট্রাক ট্রাক্টরের শুভ উদ্বোধন

আব্দুর রাজ্জাকঃ

নিটল মটরস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাবিবর আহম্মেদ (নিটল) বলেছেন, আমরা বাংলাদেশ কৃষকের দোরগোড়ায় এই নতুন প্রযুক্তির এএলটি ট্রাক্টর পৌছে দিতে পেরে আমরা আনন্দিত। আমরা নিশ্চিত যে ড্রাইভার নিরাপত্তার এই বিশেষ প্রযুক্তি আমাদের দৈনন্দিন হয়রানির অবসান ঘটাবে ও মুনাফা বৃদ্ধি করবে। তিনি আরও বলেন, এই বিশ্বস্ত নামের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিটল গর্বিত। ভবিষ্যতেও এরকম নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচয়ের মাধ্যমে বাংলাদেশের কৃষকদের জীবন সমৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধিতে নিটল বদ্ধ পরিকর থাকবে।

২৭ মে বুধবার বীরগঞ্জের বোচাপুকুরস্থ এন এইচ ব্রিক্স মাঠে নিটল মটরস্ লিঃ এর আমদানীকৃত বিশ্ববিখ্যাত এসকর্টস পাওয়ারট্রাক ট্রাক্টরের নতুন এলটি ৪০০০ মডেলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসকর্টস’র ভাইস প্রেসিডেন্ট (ভারত) রাজেস কুমার, নিটল মটরস লি. এর ট্রাক্টর ডিভিশনের চিফ বিজনেস অফিসার খান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে নিটল মটরস্ লি. দিনাজপুরের প্রোপাইটর আকতারুজ্জামান চৌধুরী’র পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শহরের টার্মিনাল রোডস্থ চৌধুরী এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের চৌধুরী। বক্তব্য শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে আমদানীকৃত বিশ্ববিখ্যাত এসকর্টস পাওয়ারট্রাক ট্রাক্টরের নতুন এলটি ৪০০০ মডেলের শুভ উদ্বোধন করেন।

 

Spread the love