শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে এসিআই মটরস্ এর আয়োজনে ১৪২৫ বাংলা নববর্ষ উদযাপন

মোঃ ইউসুফ আলী ॥ দেশের অন্যতম শীর্ষ কৃষি যান্ত্রিকীকরণ প্রতিষ্ঠান এসিআই মোটর সোনালিকা বর্তমানে দেশের ১ নম্বর ট্রাক্টর যা সরাসরি কৃষক এবং উদ্যোক্তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে সোনালিকা ট্রাক্টর ছাড়াও এসিআই মোটরস বাংলাদেশের বাজারে সফলভাবে বাজারজাত করে আসছে এসিআই পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, রিপার কোম্বাইন হারভেস্টার, ওয়াটার পাম্পসহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি কেবলমাত্র এসিআই মোটর লিঃ দিচ্ছে ৬ ঘন্টার মধ্যে দেশের যে কোন স্থানে বিক্রয়োত্তর সেবা আরও উল্লেখ্য যে, বর্তমানে দেশের ২৫% এর অধিক জমি চাষ হয়। এসিআই মোটরস এর কৃষি যন্ত্রপাতি দ্বারা। এসিআই মোটরস্ এর একমাত্র লক্ষ্য হলো গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সর্বদা তাদের সেবায় নিয়োজিত থাকা। এরই ধারাবাহিকতায় অন্যান্য বছরের ন্যায় এ বছরেও  পহেলা বৈশাখ উদ্্যাপনের লক্ষ্যে এসিআই মোটরস্্ দেশব্যাপী ২৬টি স্থানে পহেলা বৈশাখের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। ১৪ এপ্রিল শনিবার দিনাজপুর অফিসের আয়োজনে শহরের মহারাজা স্কুল সংলগ্ন মাঠে উদ্যাপিত এ অনুষ্ঠানে এসিআই মোটরস্্ এর কর্মকর্তা ছাড়াও  উপস্থিত ছিলেন গ্রাহক, ডিলার ও শুভাকাঙ্খীবৃন্দ। দিনব্যাপী আয়োজিত পহেলা বৈশাখের বিভিন্ন খাবারের আয়োজন ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন খেলাধূলা যা বাংলার চিরায়ত ঐতিহ্যের উপস্থাপন করে আয়োজিত অনুষ্ঠানে এসিআই মোটরস্ -এর বিভিন্ন পণ্য প্রদর্শনী করা হয়। যা নিয়ে সকলের আগ্রহ ছিল চোখে পড়ার মত। এই আয়োজনে একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ছিল এসিআই মোটরস্্ পরিবারের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ী একত্রিত করে বাংলা নববর্ষকে উদ্যাপন করা।

Spread the love