বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে এ্যাডভোকেটদের নিয়ে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এএসএসইএফ প্রকল্পের কমিউনিটি এ্যাডভোকেটদের নিয়ে তিন দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা গতকাল সোমবার এফপিএবি দিনাজপুর মাখার মিলনায়তনে উদ্ভোধন করা হয়েছে।

শাখার সভাপতি এড. নিলুফার রহিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, শাকার সহকারীবৈঃ সাধারন সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল। কর্মশালার উব্দোধন করেন শাখার সাবেক সভাপতি ও এমেরিটাস সভাপতি আব্দুস সামাদ। অনুষ্ঠানে জাতীয় কার্যালয়ের যুব প্রকল্পের উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ ওসমান কবীর, যুব প্রকল্পের প্রোগ্রাম অফিসার এবং ট্রেইনার উপস্থিত ছিলেন। প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ৫টি জেলা থেকে বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কর্মশালায় অংশ গ্রহন করেন। জেলা গুলো হচ্ছে, নোয়াখালী, বগুড়া, পাবনা, ময়মনসিংহ ও রাজশাহী। ৩ দিন ব্যাপী বিভিন্ন বিষয়ে অংশ গ্রহনকারীদের প্রশিক্ষন দেয়া হবে। এই প্রশিক্ষনের ফলে প্রজনন স্বাস্থ্য বিষয়ের উপর প্রশিক্ষানার্থীরা স্ব-স্ব এলাকার মানুষকে সচেতন করতে কাজ করতে পারবে।

Spread the love