শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে কনকনে শীতে গরীব ও মধ্যবিত্ত পরিবারের মাঝে রুস্তম এন্টার প্রাইজের শীতবস্ত্র বিতরন

মোঃ দেলোয়ার হোসেন, দিনাজপুর ॥ দিনাজপুরে হিমেল বাতাস, কুয়াশা ও কনকনে শীত মানুষের সয্যের বাঁধ ভেঙ্গে দিয়েছে। ছিন্নমূল মানুষ শীতবস্ত্র সংগ্রহ করে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছে। তবে বিপদগ্রস্থ হয়ে পড়েছে মধ্যবিত্ত ও অভাবী সম্ভ্রান্ত পরিবারের মানুষ। এ মুহূর্তে শীতের এ আক্রমনকে প্রতিহত করতে আত্মমানবতার সেবার প্রত্যয় নিয়ে শীতবস্ত্র বিতরনে নেমে পড়েছেন দিনাজপুর রুস্তম এন্টার প্রাইজের সত্বাধীকারী ও দৈনিক অন্তরকন্ঠের সম্পাদক আলহাজ্ব রুস্তম আলী। তিনি প্রতিবারের ন্যায় এবারও দিনাজপুরে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় সর্বশান্তদের শীত নিবারনে কম্বল, চাদরসহ শীতবস্ত্র বিতরন শুরু করেছেন। ইতিমধ্যে কয়েকশ পরিবারের মাঝে ১ হাজারের অধিক শীতবস্ত্র বিতরণ করেছেন।
রোববার দিনাজপুর একাডেমী হাইস্কুল মাঠে শীতবস্ত্র বিতরনকালে আলহাজ্ব রুস্তম আলী বলেন, সমাজে কিছু মধ্যবিত্ত ও সম্ভ্রান্ত পরিবারের অভাবী পরিবার রয়েছেন। যারা লাইনে দাড়িয়ে  শীতবস্ত্র ও রিলিফ সংগ্রহ করতে পারেন না। এ সব মানুষকে কুড়িয়ে কুড়িয়ে আঘাত করে অভাব। চেপে বসে কনকনে শীতের মত অভিশাপ। আত্মমানবতার সেবায় এগিয়ে আসতে হবে দানশীল ও মধ্যবিত্ত মানুষদের। তিনি বলেন, সাম্প্রতিককালের বন্যায় আশ্রয়হীন ১৪০টি পরিবারকে নিজ অর্থে বাড়ি তৈরী করে দিয়েছি। বন্যা ও কনকনে শীতে সরকার শীতবস্ত্র ও ত্রান সামগ্রী বিতরন করলেও সবার ভাগ্যে জোটেনি। জেলা ত্রান ও পুর্ণবাসন কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, জেলায় এযাবত প্রায় ৮০ হাজার কম্বল ও ৩ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরন হয়েছে। কিন্তু বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাপ্ত তথ্যে জানা গেছে, শীতে আক্রান্ত মানুষের জনসংখ্যা প্রায় ৬ লক্ষাধিক। সরকারের পাশাপাশি আত্মমানবতার সেবায় এগিয়ে না আসলে এই কনকনে শীতের আক্রমন থেকে শীর্তাত মানুষদের রক্ষা করা খুব কঠিন হয়ে পড়বে। তাই শীর্তাত মানুষের জন্য আত্মমানবতার সেবায় এগিয়ে আসা সকলের প্রয়োজন।

Spread the love