বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে কবি সাহিত্যিকদের মিলন মেলার অনুষ্ঠান নবরূপী’র মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ আবার শুরু হয়েছে দিনাজপুরের কবি সাহিত্যিকদের মিলন মেলার অনুষ্ঠান নবরূপীর মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠান।

শুক্রবার রাতে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর সভাকক্ষে নরূপীর সাহিত্য সম্পাদক বিশিষ্ট গাইনী চিকিৎসক ডাঃ খাদিজা নাহিদ ইভা’র সঞ্চালনায় এবং নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ.কে.এম মেহেরুল্লাহ বাদল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ। কবিতা পাঠ করেন কাশী কুমার দাস ঝন্টু, কবি কমল কুজুর, কবি ওয়াসিম আহম্মেদ শান্ত, কবি মোমিনুল ইসলম, কবি বিলকিস, কবি হিরা লাল, নবরূপীর কোষাধ্যক্ষ কবি রনজিৎ কুমার সিংহ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কোরাইশা আক্তার, অর্চনা সাহা, সঙ্গীত সম্পাদক মোঃ আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে ছড়া পাঠ করেন এবং কবিদের কবিতার উপর আলোচনা করেন বিশিষ্ট কবি সাহিত্যিক, লেখক, কলামিস্ট ও গবেষক মোঃ জোবায়ের আলী জুয়েল। সভাপতি আব্দুস সামাদ বলেন, শাহজাহান শাহ’র মৃত্যুর পর এই সাহিত্য বাসর বন্ধ হয়ে গিয়েছিল। আমরা তা আবার চালু করেছি। আমরা কবি সাহিত্যিকদের জন্য এই অনুষ্ঠান উন্মুক্ত করে দিয়েছি। মনোনশীল সাহিত্য চর্চার ক্ষেত্রে নবরূপী সবরকম সহযোগিতা করে যাবে। সাহিত্য সম্পাদক ডাঃ খাদিজা নাহিদ ইভা বলেন, দিনাজপুরের কবি সাহিত্যিক ভাই বোনেরা আমাকে সহযোগিতা করলে আমি পূর্বের ন্যায় জমজমাট প্রতি মাসে সাহিত্য সভা করে যাব। এসময় চারুকলা সম্পাদক রওনক আরা হক নীপা, নবরূপীর সদস্যবৃন্দসহ দিনাজপুরের অনেক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।

Spread the love