শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে করোনায় গত ২৪ ঘন্টা দুইজনসহ এ পর্যন্ত ৮৬ জনের মৃত্যু ॥ নতুন ১৯ জনসহ মোট আক্রান্ত ৩৮৪৬ জন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় নতুন দুইজনসহ এ পর্যন্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১৯ জনসহ এ পর্যন্ত ৩৮৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর নতুন ৭ জনসহ এ পর্যন্ত ৩৬১৫ জন সুস্থ হয়েছেন। তবে আক্রান্ত ৩৮৪৬ জনের মধ্যে ৩৬১৫ জন সুস্থ ও ৮৬ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১৪৫ জন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ২১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৩৮৪৬ জনে। একই সময়ে নতুন ৭ জনসহ এ পর্যন্ত ৩৬১৫ জন সুস্থ হয়েছেন। আর দিনাজপুর সদর উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে সদর উপজেলাতে ৮ জন, বিরলে একজন, বিরামপুরে একজন, বীরগঞ্জে একজন, ফুলবাড়ীতে দুইজন, কাহারোলে একজন, নবাবগঞ্জে ৩ জন ও পার্বতীপুর উপজেলায় দুইজন। বুধবার আক্রান্তের হার ছিল ৮ দশমিক ৬৫ শতাংশ।
জেলায় আক্রান্ত ৩৮৪৬ জনের মধ্যে সদর উপজেলাতে সবচেয়ে বেশী ১৯১৬ জন। এছাড়া বিরলে ২৪৯ জন, বিরামপুরে ৩০০ জন, বীরগঞ্জে ১১৮ জন, বোচাগঞ্জে ১০৯ জন, চিরিরবন্দরে ১৭৭ জন, ফুলবাড়ীতে ১৪১ জন, ঘোড়াঘাটে ৮৪ জন, হাকিমপুরে ৮৩ জন, কাহারোলে ১৩২ জন, খানসামায় ৮৬ জন, নবাবগঞ্জে ১১৭ জন ও পার্বতীপুর উপজেলায় ৩৩৪ জন।
সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৪ জন, বিরলে ৬ জন, বিরামপুরে ৫ জন, বীরগঞ্জে ৩ জন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে ১০ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৩ জন, নবাবগঞ্জে দুইজন ও পার্বতীপুর উপজেলায় ৬ জন। জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ৯৪টি নমুনাসহ এ পর্যন্ত ২৪৪২৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ২১৯টি এ পর্যন্ত ২৩৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৬৯ জনসহ এ পর্যন্ত ২৬২০৫ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ৭৫ জনসহ কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছে ২৪৯১৯ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১২৯ জন ও ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।

Spread the love