শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে কলেজ অব নার্সিং সাইন্স দিনাজপুর -এর আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

মোঃ নুর ইসলাম : ১২ মে শনিবার সকাল ৯টায় আন্তর্জাতিক নার্সেস দিবস ও নার্সিং এর প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেল-এর ১৯৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে এবং “নার্স একটি নেতৃত্বের মূল কন্ঠস্বর-স্বাস্থ্য একটি মানবাধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কলেজ অব নার্সিং সাইন্স দিনাজপুর-এর অধ্যক্ষ ড. মোসাঃ জেরিনা খাতুন’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন শেষে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ আমির আলী। অনুষ্ঠানে কলেজ অব নার্সিং সাইন্স দিনাজপুর-এর অধ্যক্ষ ড. মোসাঃ জেরিনা খাতুন’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি আফতাব উদ্দিন আহম্মেদ মন্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ন সম্পাদক খালেকুজ্জামান বাবু, নির্বাহী সদস্য জামিল আহমেদ ভোলা, খালেকুজ্জামান নান্নু, আবু তাহের আবু, হাসপাতাল সুপারিন্টেডেন্ট ও সহকারি পরিচালক, আনসার ভিডিপি দিনাজপুরের ব্যাটালিয়ান মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। আলোচনা সভা শেষে কলেজ অব নার্সিং সাইন্স দিনাজপুর-এর শিক্ষার্থীদের ১ম, ২য় ও ৩য় বর্ষের বেল্ট শিরোমনি ও ক্যাপ প্রদান করা হয় এবং বিকেল ৩ টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Spread the love