শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে কার্পেট তৈরী প্রশিক্ষণ শেষে ৩০ নারীকে উপকরন প্রদান

Singra Forestবীরগঞ্জ প্রতিদিন: দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া শালবন জাতীয় উদ্যান জীব-বৈচিত্র সংরক্ষন প্রকল্পের উদ্যোগে ৪৫ দিন কার্পেট তৈরী প্রশিক্ষণ শেষে গত বুধবার বিকেলে ৩০ নারী জন প্রশিক্ষণার্থী নারীর মাঝে ৫০ হাজার টাকা মুল্যের কার্পেট তৈরীর উপকরণ প্রদান করা হয়েছে।

উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া শালবন জাতীয় উদ্যানের জীব-বৈচিত্র সংরক্ষন প্রকল্প আরডিআরএস বাংলাদেশের আয়োজনে বন বিভাগের সহযোগিতায় আরণ্যক ফাউন্ডেশনের অর্থায়নে এবং বন রক্ষা সমিতির অংশগ্রহণে সিংড়া ঐতিহাসিক শালবন ডাকবাংলা চত্বরে সিংড়া শালবন জাতীয় উদ্যান জীব-বৈচিত্র সংরক্ষন প্রকল্পের উদ্যোগে ৪৫ দিন কার্পেট তৈরী প্রশিক্ষণের সমাপনী ও উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নিজামত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর বিভাগীয় কর্মকর্তা মোঃ আলী কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরডিআরএস দিনাজপুরের কর্মসুচী সমন্বয়ক তপন কুমার সাহা, ঠাকুরগাঁও রেঞ্জের সহ রেঞ্জ কর্মকর্তা শাহজাহান আলী, শ্যামল কুমার ঘোষ, বিট অফিসার গদাধর চন্দ্র রায় জীব-বৈচিত্র সংরক্ষন প্রকল্প ব্যবস্থাপক শাহাদাত হোসেন, কমিউনিটি অর্গানাইজার মোঃ জাহিদ প্রমানিক প্রমুখ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ৩০ নারীকে সুতা, কাচিসহ ৫০ হাজার টাকা মুল্যের কার্পেট তৈরীর উপকরন প্রদান করা হয়।

Spread the love