শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (১৯-২৫ অক্টোবর) উদ্যাপন উপলক্ষে একটি শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাইয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ তৌফিক ইমাম।

 

রোববার সকাল ১১টায় পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাইয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

 

পরে দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের গুরম্নত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার এম জি এম সারোয়ার হোসেন, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ আখতারম্নজ্জামান, পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান প্রমুখ।

রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর (ঢাকা) ও স্বাস্থ্য বিভাগ দিনাজপুরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Spread the love