মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে খ্রীষ্টান এসোসিয়েশনের কমিটি গঠন ও সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন দিনাজপুর সদর উপজেলা শাখার ৩য় সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সদর উপজেলা শাখা সম্মেলন উপলক্ষে কৃষিবিদ নির্ভয় দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মিষ্টার এলবার্ট পি, কস্টা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, দিনাজপুর সদর কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা এ্যাডঃ মাইকেল বি মালো, কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মিঃ উইলিয়াম সুব্রত রোজারিও। এছাড়া অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন রাজেন বৈরাই, রেভা পোলকারি, ডেভিড রনজিৎ দাস, বরুন আলেকজান্ডার টপ্য, মিঃ প্রসান্ত বাসকে, নাতানুস মারান্ডী, মিসেস উল্কা মৃধা, লক্ষি কান্ত রায়, উত্তম কুমার রায় ও লুৎফর রহমান।

বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে খ্রীষ্টান সম্প্রদায়ের অবদান কোন অংশেই কম ছিল না। এদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের। তাই আমাদের খ্রীষ্টান সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। এ ধরনের কমিটির সাধ্যমে খ্রীষ্টানদের অধিকার আদায় করার সম্ভব। বাংলাদেশে সাম্প্রদায়ীক সম্প্রীতি একটি অনন্য দৃষ্টান্ত যা বহির্বিশ্বে খুবই কম। আমাদের খ্রীষ্টান সম্প্রদায়কে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। সমাজে উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি আমাদেরকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদেশ আমাদের শান্তি প্রিয় দেশ। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি কোন গোষ্ঠি যাতে নৎশাত করতে সেদিকে সকলকে সজাগ থাকার আহবান জানান।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন দিনাজপুর সদর উপজেলা শাখা আগামী ২০১৫-১৬ দুই বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ কমিটির অনুমোদন দেন প্রধান অতিথি মিঃ এলবার্ট পি, কস্টা। কমিটির সভাপতি কৃষিবি নির্ভয় দাস, সহ সভাপতি বরুন আলোকজান্ডার টপ্য, সাধারণ সম্পাদক শ্যামল রোজারিও, সহ সাধারণ সম্পাদক শান্ত সরেন, কোষাধ্যক্ষ লুইস কিস্কু, সাংগঠনিক সম্পাদক সুমন জেমস রাজ, ধর্মিও শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পল একে কারী, প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক ইসমাইল হেম্ব্রম, আইন বিষয়ক সম্পাদক রাইসেন ডমিনিক হাঁসদা, যুগ ও ছাত্র বিষয়ক সম্পাদক ইম্মানুয়েল শুভ কুজুর, মহিলা বিষয়ক সম্পাদক সিলেস্তিনা মার্ডী, সদস্য ডেভিড রনজিৎ দাস, সেবাষ্টিয়ান মন্ডল তাপস ও অমল মুর্মু। এর আগে আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Spread the love