শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে-গোবিন্দগঞ্জ মহাসড়কের ১০৬ কিঃমিঃ সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান শুরু

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর-ঢাকা মহাড়কের রাস্তা প্রশস্থ করনের উদ্দেশ্যে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ হয়ে ঢাকা মুখি ১০৬ কিলোমিটার ফোর লেন রাস্তার কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুরের বিরামপুর উপজেলায় মহাসড়কের দুই ধারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুবুর রহমান ফারুকী। তিনি জানান, ১০৬ কিলোমিটার ফোর লেনের মহাসড়কটি আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। সে কারনে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তবে ভবিষ্যতে ছয় থেকে আট লেনের রাস্তার পরিকল্পনা রয়েছে সরকারের। এই প্রকল্পে বাস্তবায়নে ৯ ‘শ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই অভিযানে প্রায় সাড়ে ৩ হাজার স্থাপনা উচ্ছেদ করা হবে।

উচ্ছেদ অভিযান দিনাজপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমাসহ সকল কর্মকর্তারা তদারকি করছেন।

Spread the love