শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে গ্রামীন ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ অর্থ মন্ত্রণালয়ের ঘোষণাকৃত গ্রামীন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতার দাবীতে দিনাজপুর যোনের গ্রামীণ ব্যাংকের অবসরভোগী কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে ৭ মে সোমবার বালুবাড়ীস্থ গ্রামীণ ব্যাংক দিনাজপুর যোনাল অফিসের সম্মুখে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচী পালন করে।

অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচীর উদ্বোধনকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম, সহ-সভাপতি মোঃ মোয়েন উদ্দীন শাহ্, সাধারণ সম্পাদক এসএম শাকেরুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াকুব আলী, সদস্য সোহাগ কুমার হালদার, আব্দুল্লাহ আল কাফি, জালাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, মেরিনা বেগম, ইসরাফিল মিনার, সুজন কুমার রায়, আব্দুল মালেক। বক্তারা বলেন, অর্থ মন্ত্রণালয় হতে ২০১৬ সালে যে প্রজ্ঞাপন জারী হয়েছে তাতে গ্রামীণ ব্যাংকের সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা পাবে। অথচ গ্রামীণ ব্যাংকের কিছু উচ্চ পদস্ত কর্মকর্তা তা ধামাচাপা দিয়ে রেখেছেন। এই দাবী অবিলম্বে বাস্তবায়ন না হলে সারা দেশে গ্রামীণ ব্যাংকের প্রায় ১২ হাজার কর্মকর্তা-কর্মচারী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা দুঃখ্য ও ক্ষোভে আরো বলেন, সারা বিশ্বে গ্রামীণ ব্যাংক যে নভেল পুরস্কার পেয়েছে তার অবদান শুধুমাত্র আমাদের। অথচ গ্রামীন ব্যাংকের দ্বারা আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় নি। গ্রামীণ ব্যাংকের উন্নয়নের জন্য আমরা আমাদের স্ত্রী ও সন্তানদের ঠিকমত সময় দিতে পারি নি। অথচ দুঃখ্য জনক ঘটনা হলেও সত্য যে জীবনের শেষ সময়েও আমাদের অধিকার নিয়ে আন্দোলন করতে হচ্ছে।

Spread the love