শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে গ্লোবাল এ্যাকশন সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

Edo Kasiকাশী কুমার দাশ, ষ্টাফ রিপোর্টারঃ জেলা প্রাথমিক শি্ক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য উন্নয়ন শীল দেশে প্রতিবন্ধী ব্যক্তিরা শিক্ষাসহ বিভিন্ন মৌলিক অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সারা বিশ্বে একশ কোটিরও অধিক প্রতিবন্ধী মানুষ রয়েছে। যা মোট জনসংখ্যার পনের ভাগ। এই বৃহৎ জনগোষ্টীর শিক্ষাসহ সবক্ষেত্রে সম অংশগ্রহণ ও সম সুযোগ নিশ্চিত করার দায়িত্ব সমাজ ও রাষ্ট্রের হলেও তাদের অধিকার কখনও নিশ্চিত হয়নি। প্রতিবন্ধী জনগোষ্টীর শিক্ষাসহ সর্বক্ষেত্রে সম অংশগ্রহণ ও সম সুযোগ নিশ্চিত করতে চাই ব্যাপক গণ সচেতনতা বৃদ্ধি।

গতকাল মঙ্গলবার কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর আয়োজিত সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র সহযোগিতায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে পিআরপিডি- ডিআই প্রকল্পের আওতায় গ্লোবাল এ্যাকশন সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ র‌্যালী ও আলোচনা সভার উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।  সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শেখপুরা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, শহীদ জমির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ এবং ওয়ার্ল্ড ভিশনের মিষ্টার ডায়মন্ড, মুল প্রবন্ধ পাঠ করেন সিডিসির ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়। মুক্ত আলোচনা করেন সাসটেইন সংস্থার নির্বাহী পরিচালক ইঞ্জিঃ এস আই শফিক। ইউপি সদস্য আব্দুল মজিদ, দীপ্তি রানী রায়, জোসনা রানী রায়, আব্দুল সালাম,  ফাজিলপুর ইউনিয়নের রমানাথ রায়। সভা পরিচালনা করেন সিডিসির সিএস মুক্তি কুজুর।

Spread the love