বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয় পাট দিবসে বর্নাঢ্য পাট র‌্যালী

দিনাজপুর প্রতিনিধি ॥ “সোনালী আঁশের সোনার দেশ, জাতির জনকের বাংলাদেশ” স্লোগানে জাতীয় পাট দিবস- উপলক্ষে দিনাজপুরে বর্নাঢ্য পাট র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও পাট অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের সভাকক্ষে জাতীয় পাট দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি পাট র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বজলুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. তৌহিদুল ইকবাল, টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন আহম্মেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান প্রমুখ। পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, পাট চাষী, পাট ব্যবসায়ী প্রমুখ।

Spread the love