শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ “স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ১৬ এপ্রিল থেকে দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ পালন করা হচ্ছে। এসব আয়োজনের অংশ হিসেবে “চিকিৎসা সেবায় নৈতিকতা” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাতসপাতাল মিলনায়তনে সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. আহাদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আবু নছর নুরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, বিএমএ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিকে বোস, দিনাজপুরের সাবেক সিভির সার্জন ডা. মো. আব্দুল করিম, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট ডা. মো. ওয়াহেদুল হক, ব্যবসায়ী প্রকৌশলী আলহাজ্ব আবু আহম্মেদ জাফরুল্লাহ, সৈয়দ সালাহ উদ্দিন দিলিপ ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রায়হান শরিফ। অনুষ্ঠানে সিভিল সার্জন অফিস, জেনারেল হাতসপাতালের নার্সিং কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জাতির নৈতিকতার জায়গাটা উন্নত করা দরকার। নৈতিকতা ছাড়া জাতির বিশেষ করে স্বাস্থ্য সেবার উন্নয়ন সম্ভব নয়। তৃণমূল থেকে নৈতিকতার অভ্যাস গড়ে তুলতে হবে। স্বাস্থ্য সেবাদানকারীদের নৈতিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নিজ নিজ জায়গা থেকে অর্পিত দায়িত্ব য়থাযথভাবে পালন করলে বঙ্গবন্ধুর সত্যিকারের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। এ ব্যাপারে চিকিৎসক, নার্সসহ চিকিৎসার সাথে সংশিষ্ট সকলকে আরো বেশী সচেতন হওয়ার আহবান জানানো হয়।

Spread the love