শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জামায়াতের মিছিল থেকে ঢিল

মাওলানা সাঈদীর মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার সকাল ৮টায় শহরের জোড়া ব্রীজ থেকে জেলা জামায়াত ইসলামী বিক্ষোভ মিছিল বের করলে মিঠু কুমার (৩০) নামে এক যুবক জোড়া ব্রীজের একটি বাসকে ঢিল ছুঁড়লে বাসের কাঁচ ভেঙ্গে যায়। তাৎক্ষনিকভাবে মটর শ্রমিকের শ্রমিকরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জেলা জামায়াতের দাবী তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলছিল। এ সময় স্থানীয় বালুবাড়ি মহল্লার প্রশান্ত কুমার এর ছেলে তাদের মিছিলে ঢুকে গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। জামায়াত নেতা ও শহর আমীর মো. তৈয়ব উদ্দিনের দাবী জামায়াতকে কালার ও জনগণের  কাছে ছোট করার জন্য আমাদের মিছিল থেকে আওয়ামী লীগ কর্মীদের লেলিয়ে দিয়ে আমাদের বদনাম করতে চেয়েছিল। ভাগ্যিস যুবকটি হিন্দু বলেই আর তাকে জামায়াত-শিবির বলে পরিচয় দিতে পারেনি কেউ। তিনি আর বলেন, আওয়ামী লীগ জামায়াতকে যতই সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করুন না কেন জামায়াত একটি আদর্শিক দল। এদিকে আটককৃত যুবকের পিতা প্রশান্ত কুমার এ প্রতিনিধিকে জানিয়েছেন তার ছেলে মিঠু মদ খেয়ে বাসে ঢিল ছুড়েছে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আলতাফ হোসেন জানান, বিষয়টি বেশ জটিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ঐ যুবকের কোন মামলা হয়নি। এই ঘটনায় মটর শ্রমিকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

Spread the love