শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসুচীর আওতায় অভিভাবকদের সাথে মত বিনিময় সভা

রফিকুল ইসলাম ফুলাল ॥ দিনাজপুরে জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসুচীর আওতায় অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়িতে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এবং ব্্রাকের সহযোগীতায় নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহন শীর্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থা রংপুরের পরিচালক(কর্মসুচী) মো: আব্দুর রহিম মুকুল।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসুচী ব্্রাক রংপুর ডিভিশনাল ম্যানেজার সেলিনা বেগম। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেকনিক্যাল ম্যানেজার রাজেশ্বর চন্দ্র বর্মন।

সভায় বক্তারা বলেন,বর্তমানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরস্পর সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন অঞ্চলের নারী-পুরুষ এবং কিশোররা অংশগ্রহন করেন এবং মুক্ত আলোচনায় মতামত তুলে ধরেন।

Spread the love