বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে জেলা পর্যায়ে ৪৭তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়নুল আবেদীন বলেছেন, খেলাধুলা মানুষের সুস্থ্য মননশীলতা ও মনবিকাশ গড়তে সহযোগিতা করে। খেলাধুলা মানুষের মনকে সর্বদা উৎফুল্ল রাখে।  খেলাধুলা যেমন নিজেকে গড়তে সহযোগিতা করে তেমনি দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ করে দেয়। সে কারণে আমাদের সকল অভিভাবকে তাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করাতে হবে।

১০ জানুয়ারী বুধবার দিনাজপুর বড় ময়দানে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এর জেলা পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়নুল আবেদীন এ কথা বলেন। জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ বেলাল উদ্দিন মন্ডল, সহকারী জেলা শিক্ষা অফিসার সুবাষ চন্দ্র অধিকারী, চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক, ইকবাল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিনা রহমান, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজামুল ইসলাম, শংকরপুর এম. দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদিন, বনতাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চেহেলগাজী স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ ওবায়দুর রহমান।

Spread the love