শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ঠাকুর অনুকুল চন্দ্রের জন্ম বার্ষিকীর ধর্মীয় সভা অনুষ্ঠিত

Sriee Srieeশনিবার দিনাজপুর সদর উপজেলা ৪নং

শেখপুরা

ইউনিয়নের কিষান বাজার সংলগ্ন দক্ষিন

নগর- শিবপুর সৎ সংঘ কেন্দ্রে যুগ পুরুষোত্তম পরম

প্রেমময় শ্রী শ্রী ঠাকুরঅনুকুল চন্দ্রের ১২৬তম জন্ম বার্ষিকী

মহাৎসব অনুষ্ঠিতহয়। সহ প্রতি ঋত্বিক শ্রী নরেন্দ্র নাথ

শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়। প্রধান

বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ প্রতি ঋত্বিক শ্রী ক্ষিতিশ চন্দ্র

শীল, অসিত বরন মন্ডল, শ্রী তৈলক্ষ নাথ রায়, মহনি কান্ত

রায়, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা শ্রী ঘনশ্যাম রায় ও

ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. বাবুল আখতার।

বক্তারা বলেন যুগ পুরুষোত্তম পরম প্রেমময় ঠাকুর

অনুকুল চন্দ্রের আদর্শ ছিল মানবতার কল্যানে সনাতন

ধর্ম  প্রতিষ্ঠা করা। ঠাকুর বলতে সরল প্রাণ, মধুর বচন

আর বুক ভাঙ্গা প্রেম এই তিন হচ্ছে মুক্তির উপায়। তোমার

সাধু, সাধু সেজনা।

 

 

 

Spread the love