শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ডায়াবেটিস সচেতনতা ও ডায়াবেটিস স্ক্রীনিং টেষ্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

Diabetesদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী ডায়াবেটিস সচেতনতা ও ডায়াবেটিস স্ক্রীনিং টেষ্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডায়াবেটিস সচেতনতা ও ডায়াবেটিস স্ক্রীনিং টেষ্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলহাজ্ব হবিবর রহমান ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের সহযোগীতায় দিনব্যাপী ডায়াবেটিস সচেতনতা ও ডায়াবেটিস স্ক্রীনিং টেষ্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ডায়াবেটিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌর সভার সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ছুটু, দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের চিকিৎসক ডা. ডিসি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ নুরম্নল আজিজ, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Spread the love