শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে তথ্য অফিসে প্রেস ব্রিফিং

Dc tপাবলিক সার্ভিস উইক ও জাতীয় তথ্য বাতায়ন উদ্বোধন উপলক্ষ্যে দিনাজপুরে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস।  আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর জেলা তথ্য অফিস গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য মন্ত্রনালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একসেস টু ইনফরমেশন (এটুআই)র সহযোগিতায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জেলা প্রশাসকের উদ্যোগে এই প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, সিনিয়র তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌফিক ইমাম, পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সফিকুল ইসলাম, সাংবাদিক সালাহউদ্দীন আহমেদ প্রমুখ। প্রজেক্টরের মাধ্যমে দিনাজপুর জেলার ওয়েব পোর্টাল প্রদর্শন করেন বিসিসি’র সহকারী প্রোগ্রামা কর্মকর্তা মোঃ রুবেল মিয়া। এসময় স্থানীয় ও জাতীয় দৈনিক ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে আহমেদ শামীম আল রাজী বলেন, জেলা প্রশাসনের নিজ উদ্যোগে ই-রিপোটিং নামক ওয়েব পোর্টাল নির্মাণ করা হচ্ছে। এই সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে অতিদ্রুত উপজেলাগুলো থেকে রিপোর্ট পাওয়া সম্ভব হবে। এতে করে প্রশাসনিক কর্মকান্ডের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং জেলার ১৩টি উপজেলার মানুষ ই-সেবার মাধ্যমে জমির পর্চাসহ নানা কার্যক্রমের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। তিনি বলেন, আগামী ২২ থেকে ২৮ জুন পাবলিক সার্ভিস উইক দেশব্যাপী উদ্যাপন করা হবে এবং ২৩ জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১২টা ৩০ মিনিটে ২৪ হাজার পোর্টাল সমৃদ্ধ জাতীয় বাতায়ন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এছাড়া ইতিমধ্যে জাতীয় বাতায়ন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালাগুলোতে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরের অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

 

Spread the love