মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন ও যোগাযোগ করতে নেটওয়ার্কিং চুক্তি সম্পাদন

RDFদিনাজপুর প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার মির্জপুর, দিনাজপুর রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) প্রধান কার্যালয় তথ্য প্রযুক্তির মাধ্যমে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন কল্পে এবং দ্রুত যোগাযোগ রক্ষা ও সেবা নিশ্চিত করতে রবি’র সাথে আরডিআরএফ-এর নেটওয়ার্কিং চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি অনুষ্ঠানে আরডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ আলমাস হোসেন শেখ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক, ম্যানেজার এন্ড ফাইন্যান্স এমদাদুল হক এবং রবি’র পক্ষে চুক্তি সম্পাদনে স্বাক্ষর করেন ম্যানেজার মার্কেটিং (অপারেশন ডিভিশন) মিস্টার ওয়াসিম, মিঃ রাজু, এসএমই’র সুপারভাইজার গোলাম কিবরিয়া ও মোনিয়ারা মৌরী ও মোকাররম হোসেন। চুক্তি সম্পাদক অনুষ্ঠানে আরডিএফ-এর নির্বাহী পরিচালক মোঃ আলমাস হোসেন শেখ বলেন, তথ্য প্রযুক্তি যুগে তৃণমূল পর্যায়ে হতদরিদ্র মানুষের উন্নয়ন ও সেবা দ্রুত প্রদান করার লক্ষ্যে এই চুক্তি সম্পাদন করা হয়েছে।

Spread the love