শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে তৃণমুল লীগের মতবিনিময় ও জেলাসহ সকল থানার আহবায়ক কমিটি গঠন

সাহেব আলী দিনাপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিত্ ঘোষ কাঞ্চন প্রতন্ত গ্রামাঞ্চল ও তৃণমূলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত করে রাজাকার আলবদর, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের বির“দ্ধে আরো একটি আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশের উন্নয়ণ তরান্বিত হচ্ছে৷ দেশের জনগন যখন শান্তিতে বসবাস করছে তখন পাকিস্তানেন প্রেতাত্তারা উন্নয়ন ও জনগনের শান্তি বিঘ্নিত করতে দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার রাজনীতি শুর“ করেছে৷ তৃণমুল লীগের প্রতিটি নেতাকর্মীকে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে৷
৩০ এপ্রিল বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী তৃণমূল লীগের জেলার সকল থানার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্বজিত্ ঘোষ কাঞ্চন উপরোক্ত কথাগুলো বলেন৷ সভা উদ্বোধন করেন আওয়ামী তৃণমুল লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা তৃণমৃল লীগের উপদেষ্টা খাদেমুল বাশার সেনা৷
জেলা আওয়ামী তৃণমূল লীগের আহবায়ক জয়ন্ত মিশ্র’র সভাপতিত্বে বক্তব্য রানে জেলা তৃণমূল লীগের যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ, সদর উপজেলা তৃণমূল লীগের আহবায়ক পুর্ণ চন্দ্র রায়, সদস্য সচিব মোঃ আশিকুর রহমান বাবু, বীরগঞ্জ উপজেলা তৃনমূল লীগ নেতা আবু সাইদ, নবাবগঞ্জ উপজেলা তৃনমূল লীগ নেত মোঃ রায়হান কবির প্রমুখ৷
সভার সভাপতি জয়ন্ত মিশ্র বলেন, এদেশে কোন যুদ্ধাপরাধী থাকবে না৷ এদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তৃণমূল লীগ রাজপথে থাকবে৷
সভা শেষে জয়ন্ত মিশ্রকে আহবায়ক ও আশফাক হোসেন সরকারকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট এবং ১৩ থানা পৌর, সদর উপজেলা আহবায়ক কমিটি ঘোষনা দেয়া হয়৷

Spread the love