বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে দিনব্যাপী বিভাগীয় লেখক পরিষদের দশকপূর্তিতে পাতা সাহিত্য উৎসব ও গুণীজন সম্মাননা প্রদান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥  “যেখানে এক মনের অনেক মন খেলা করে”-এই শ্লোগানকে সামনে রেখে বৈশ্বিক মহামারীতেও স্বাস্থ্য বিধি মেনে কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত হলো দিনাজপুরের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক নাট্য সমিতির মঞ্চে পাতা সাহিত্য পরিবারের বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলার আয়োজনে পাতা সাহিত্য উৎসব ও গুণীজন সম্মাননা।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র সার্বিক পৃষ্ঠপোষকতায় “পাতায় পাতায় ভরপুর জেলা মোদের দিনাজপুর” আম-কাঁঠাল-লিচু ও ধানের নবান্ন উৎসবের পাশাপাশি পাতা সাহিত্য উৎসবের উদ্বোধন করলেন প্রবীন রাজনীতিবিদ ও সেক্টর কমান্ডার ফোরামের জেলা সভাপতি আবুল কালাম আজাদ। সঙ্গে ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক মাহমুদ আক্তার বুলু, কবি সাহিত্যিক ও গবেষক ড. মাসুদুল হক, মোজাম্মেল বিশ্বাস এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি বিশিষ্ট লেখক এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার ও প্রায় শতাধিক কবি সাহিত্যিকরা। প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কাবি আমিনুল ইসলাম আমিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ওয়াসিম আহম্মেদ শান্ত। বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগ রংপুরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ আহাদ আলী, অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার, মাহাবুব আলী, ড. মোঃ রবিউল ইসলাম, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, গবেষক ও লেখক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সনদ চক্রবর্তী লিটু, সংগঠনের উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ভৈরবীর পরিচালক রহমতুল্লাহ রহমত। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন লেখক ও গবেষক ড. মাসুদুল হক। আলোচ্যক হিসেবে আলোচনা করেন নদী গবেষক ড. তুহিন ওয়াদুদ, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, কবি ঔপন্যাসিক আজাদ কালাম, কবি ও গবেষক লেখক আলি ছায়েদ, বিশ্বজিৎ দাস ও জিল্লুর রহমান। সভায় গুণীজন সম্মাননা ও সাংগঠনিক লেখক সম্মাননা-২০২০ ও উত্তরীয় প্রদানের মাধ্যমে কবি সাহিত্যিকদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি অদিতি রায়। কবিতা পাঠ করেন কাশী কুমার দাস ঝন্টু, অদিতি রায়, বকুল মজুমদার, মমিনুর ইসলাম মমিন, গোলা মোস্তফা হিরা, এ্যাডঃ সৈয়দ কেরামত হোসেন, জোবায়ের আলী জুয়েল, বিলকিস জান্নাত, ইয়াসমিন আরা রানু, কবি নুর আলম, কবি ফাতেমা সহ শতাধিক কবি। এছাড়া পাতা সাহিত্য দশকপূর্তি উৎসব সংখ্যার মোড়ক উন্মোদন করা হয়। সম্মানীত অতিথি হিসেবে উৎসবে অংশগ্রহণ করেন বিভাগীয় লেখক পরিষদ রংপুর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জাকির আহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি এম সাথী বেগম ও সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ। বক্তারা বলেন, মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করে দেশপ্রেমকে জাগ্রত করতে কবি-সাহিত্যিকদের কলমকে সানিত করতে হবে। পাতা সাহিত্য উৎসব প্রমাণ করেছে দিনাজপুরের সাহিত্যাঙ্গন জাগ্রত ছিলো, জাগ্রত আছে এবং চিরকাল জাগ্রত থাকবে।

Spread the love