বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে দেখা মেলেনি টিসিবির পন্যের

দিনাজপুর প্রতিনিধি : আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলার ২৯ জন ডিলার বিক্রয় প্রতিনিধি টিসিবির পণ্য উত্তোলন করেননি এতে টিসিবির নির্ধারিত মূল্যের পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন দিনাজপুরের সাধারণ মানুষ টিসিবির নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে পণ্যের দাম কম এই অজুহাতে ডিলার বিক্রয় প্রতিনিধিরা নিজেদের মধ্যে পণ্য না তোলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে

এদিকে, রমজান শুরুর আগের দিন বৃহস্পতিবার অনেককে দিনাজপুরে টিসিবির মালামাল বিক্রির সম্ভাব্য জায়গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনাজপুর গোর শহীদ বড় ময়দান কালিতলাসহ শহরের বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজ করতে দেখা গেছে। গত মে থেকে সারাদেশে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আসন্ন পবিত্র রমজান ঈদউলফিতর উপলক্ষে ভোক্তা সাধারণের মাঝে জেলা সদরে উপজেলা পর্যায়ে নিয়মিত ডিলারদের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে

টিসিবির পণ্য ক্রয় করতে আসা মনিরুল ইসলাম মনির জানানপ্রতি বছর টিসিবির পণ্য ক্রয় করেন বিভিন্ন পত্রিকায় খবর পড়ে টিভিতে খবর শুনে তিনি পণ্য কেনার জন্য শহরের বিভিন্ন এলাকায় খোজ নিয়ে কোথাও টিসিবির পন্য ক্রয় করতে পারেন নি তিনি।

শহরের চকবাজারের মেসার্স কানাই লাল গুপ্ত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী টিসিবি ডিলার কানাই লাল গুপ্ত জানান, টিসিবি যে মূল্যে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা খেজুর বিক্রির নির্দেশ দিয়েছে বাজারে সেই পণ্যগুলোর কেজিতে প্রকার ভেদে থেকে ১০ টাকা পর্যন্ত কম। তাছাড়া যে সকল পণ্যের চাহিদা বেশি তা সরবরাহও করা হয় কম। আর কারণে তাকে ক্ষতির সম্মুখীন হতে হবে বলে পণ্য উত্তোলন করেননি। গত বছর তিনি ৭০ হাজার টাকা লোকসান করেছেন এবার ২৯ জন ডিলার বিক্রয় প্রতিনিধির কেউই টিসিবির পণ্য উত্তোলন করবে না বলেও জানান

জেলা প্রশাসক . আবু নঈম মো. আবদুছ ছবুর জানান, পণ্য উত্তোলন করেননি এটা জেলা প্রশাসনের জানা নেই। তবে ডিলার বিক্রয় প্রতিনিধিরা যদি টিসিবির পণ্য না তোলেন তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

Spread the love