মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ধর্মীয় ভাবগম্ভির্য্যরে মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে হযরত মোঃ ফরহাদ শাহ্ (রাহঃ) এর মহা পবিত্র ওরশ

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ ধর্মীয় ভাবগম্ভির্য্যরে মাধ্যমে হাজারো ভক্তের আরাধনায় অনুষ্ঠিত হয়েছে আওলাদে রাসুল (সাঃ) পীর কেবলা হযরত মোঃ ফরহাদ শাহ্ (রাহঃ) এর বার্ষিক মহা পবিত্র ওরশ শরীফ।

১৩ মার্চ মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা কাদেরীয়া মোহাম্মাদী দরবার শরীফ প্রাঙ্গণে আওলাদে রাসুল (সাঃ) পীর কেবলা হযরত মোঃ ফরহাদ শাহ্ (রাহঃ) এর মহা পবিত্র ওরশ শরীফ উপলক্ষে বাদ আসর থেকে মিলাদ মাহফিলের মাধ্যমে শুরু হয় মহা পবিত্র ওরশ শরীফ, ধর্মীয় পালাগান, ধর্মীয় আলোচনা শেষে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয় পীর কেবলা হযরত মোঃ ফরহাদ শাহ্ (রাহঃ) এর মহা পবিত্র ওরশ শরীফ। আখেরি মুনাজাত পরিচালনা করেন মোঃ শাখাওয়াতুল কবীর চৌধুরী। ধর্মীয় আলোচনায় বক্তারা বলেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি যে, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। যার উছিলায় আমরা এই পৃথিবীতে এসেছি সেই প্রিয় মানব বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রতি রইল লাখো সালাম। এখানে পৃথিবীর মানুষকে সুখ-শান্তিতে বসবাস করার সম্প্রীতি আনায়ন করে, সৎ পথে চলতে সহযোগিতা করে। তাই ইসলাম মানে শান্তি আর শান্তি। আসুন আমরা ইসলামের পতাকা তলে সমবেত হয়ে পীর কেবলা হযরত মোঃ ফরহাদ শাহ্ (রাহঃ) এর মহা পবিত্র ওরশ শরীফ সফল করি এবং আজকের এই দিবসটিকে মর্যাদাপূর্ণ ভাবে সম্পন্ন করি। মহা পবিত্র ওরশ শরীফ উপলক্ষে দৌলা কাদেরীয়া মোহাম্মাদী দরবার শরীফ প্রাঙ্গণে বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দের আগমণ ঘটে দরবার শরীফ প্রাঙ্গণে। এ উপলক্ষে সকাল থেকেই দরবার শরীফ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের খাবারের দোকান, ছোট শিশুদের জন্য খেলনাসহ বিভিন্ন প্রকারের মালামালের পশরা সাজিয়ে বসেন দোকানিরা। এর ফলে ধর্মীয় উৎসবের আমেজর সৃষ্টি হয় দরবার শরীফ প্রাঙ্গণ।

Spread the love