মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে নতুন আরো ৩ জনসহ জেলায় মোট করোনায় আক্রান্ত ২২৭ ॥ সুস্থ ৫২ জন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো ৩ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ২২৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে পার্বতীপুরে একজন, চিরিরবন্দরে একজন ও বিরল উপজেলায় একজন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস রবিবার (৩১ মে) রাত পৌনে ৯টায় গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ৩ জন করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ২২৭ জনে।

সিভিল সার্জন জানান, আক্রান্ত ২২৭ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৫৫ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ২৬ জন, বোচাগঞ্জে ৯ জন, পার্বতীপুরে ১৫ জন, ফুলবাড়ীতে ৭ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৪ জন, খানসামায় ৮ জন, বিরামপুরে ২১ জন, ঘোড়াঘাটে ১৯ জন, চিবিরবন্দরে ১২ জন ও বীরগঞ্জ উপজেলায় ১১ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৩ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৪৪ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২২ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ জন ও একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, রবিবার ৩১ মে দিনাজপুর ল্যাব হতে মোট ৫৫টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৩টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ৫২টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনায় (কোভিট-১৯) প্রমানিত রোগির সংখ্যা দাড়ালো ২২৭ জন। এছাড়া রবিবার ১০৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৩৪০৯টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৩৩১টি নমুনার ফলাফল পাওয়া গেছে। আর গত ২৪ ঘন্টায় ১১৮ জনসহ বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৬৭ জন।

Spread the love