শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে নতুন প্রজন্ম সাহিত্য সংসদ-এর জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর ঃ সাম্য, দ্রোহ আর প্রেমের কবি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাণ পুরুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে নতুন প্রজন্ম সাহিত্য সংসদ দিনাজপুর এর আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে ২০১৮ শুক্রবার শহরের পশ্চিম পাটুয়াপাড়াস্থ এনপিএসএস-এর নির্জস্ব কার্যালয়ে সকাল ১০ টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আলতাফ হোসেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি ফেরদৌস আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রহমান জুয়েল, সহ-সম্পাদক মোঃ ইউসুফ আলী (ফটো সাংবাদিক), জারদিস ওবায়দুর রহমান জোসেফ, মোঃ জুয়েল ইসলাম, মোঃ আরশাদ জলিল সোনা, নাসরিন আক্তার সুমী, সিফাত আরা সেতু, রিফাত আরা রিতু প্রমুখ। কবিতা পাঠ করেন জুয়েল, ইসফাকুন নিশা ইকরা, জুয়েল-২, আরিফা বেগম মুক্তি, আলিফ, আদিপ, ফারিন, জারিন, জীম, জয়নাল আবেদিন, লিপি, লাকি, তাননিসা তাসনিম রিয়া ও নারগীস পারভীন।

Spread the love