শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে নবরুপী’র সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

Nobo Rupiদিনাজপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন নবরুপী’র সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হয়েছে। নবরুপীর ৫০ বছর পূর্তিতে এ উৎসবের আয়োজন করে সংগঠনটি। এ উপলক্ষে নবরুপী ৪ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব আয়োজনের মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুনীজন সংবর্ধনা ইত্যাদি।

শনিবার সকাল ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রিয়াকত আলী লাকী। পরে ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ইনস্টিটিউট মাঠ হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ করে। র‌্যালিতে অংশগ্রহন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রিয়াকত আলী লাকী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. নরুন নবী, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, চ্যানেল-২৪ এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুন চক্রবর্তী, নবরুপী’র সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক শাহজাহান শাহ, ৫০ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির আহবায়ক বিমল কুমার দেব, সদস্য মোহাম্মদ নুরুজ্জামানসহ নবরুপী’র অন্যান্য সদস্যবৃন্দ, বঙ্গবন্ধু শিশ-কিশোর মেলা ও শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্র-ছাত্রী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

উলেস্নখ্য, ৪ দিনব্যাপী কর্মসূচীতে দেশ বরেন্য কবি, শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধিসহ গন্যামান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে অংশগ্রহন করবেন।

Spread the love