মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে নবরূপী’র তিপান্ন বছর পূর্তি উৎসব সম্পন্ন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপী’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী সম্পন্ন হয়েছে। ২ জানুয়ারি শনিবার সন্ধ্যায় শহরের বাহাদুর বাজারস্থ নবরূপী গৃহে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল ১১ টায় নবরূপী গৃহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় নবরূপী মঞ্চে সংগঠনের সভাপতি মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবরূপী’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অধ্যক্ষ কাজী বোরহান, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওসত্মাদ সাইমুদ আলী খান, নবরূপী’র সাধারণ সম্পাদক শাহজাহান শাহ্, সাবেক প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, আকবর আলী ঝুনু, মকসেদ আলী মঙ্গলীয়া, সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, ডাঃ মোঃ আহাদ আলী, মিজানুর রহমান মিজান, অভিনেত্রী শিখা ঘোষ, মির্জা আনোয়ারম্নল ইসলাম তানু, সুলতান কামাল উদ্দিন বাচ্চু প্রমুখ। তৃতীয় পর্বে ক্যাম্প ফায়ার আগুনের পরশমণি ও শেষে বিচিত্রানুষ্ঠান পরিবেশিত হয়।

Spread the love