শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে নরদার্ন কিন্ডার গার্টেন এডুকেশন সোসাইটির আয়োজনে দু’দিন ব্যাপি বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

এল এইচ আকাশ ॥ কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে নরদার্ন কিন্ডার গার্টেন এডুকেশন সোসাইটির আয়োজনে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পযন্ত দু’দিন ব্যাপি বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় নাজমা ইসলামিক কিন্ডার গার্টেন স্কুলে ৩২৫ জন শিক্ষার্থীর অংশগ্রহনে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

সুষ্ঠ মনোরম পরিবেশে পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নরদার্ন কিন্ডার গার্টেন এডুকেশন সোসাইটির সভাপতি মোঃ আব্দুল হক, সহ-সভাপতি ও গ্লোরিয়াস রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আহসানুজ্জান চঞ্চল,মহাসচীব আলহাজ্ব মাওলানা মোঃ আলী নুর হক,শিক্ষা সচীব আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ মোঃ মিনারুল ইসলাম,নাজমা ইসলামিক কিন্ডার গার্টেন এর সভাপতি মোঃ আশরাফুজ্জামানসহ অত্র স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৩ ডিসেম্বর একই স্থানে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছিল।এবছর উপজেলার ২৮টি বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির ১৩৫৯ শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

১৫ ই ডিসেম্বর শনিবার সকালে উপশহরস্থ জাগরণী অদর্শ শিক্ষালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্রসহ পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাগরনী সংঘ ও গ্রন্থাগার এর সভাপতি এ্যাড. আলহাজ্ব খালেকুজ্জামান চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আহসানুজ্জামান চঞ্চল,শিক্ষালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সৈয়দ মোশারফ আলী শাহ্ ফকির,সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান পলাশ,আলহাজ্ব আমজাদ হোসেন,নুরুল ইসলাম নুরু, অত্র শিক্ষালয়ের অধ্যক্ষ হাজেরা হাসান।

Spread the love