বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দিবস পালিত

রোববার সকালে দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (১-৭ আগষ্ট) দিবস পালিত হয়েছে।  রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় হলরুমে “মায়ের দুধ আর ঘরের তৈরী খাবারঃ লক্ষ্য হবে সফল জীবন পাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ঢাকার আয়োজনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ গোপী নাথ বসাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সোবহান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মজিবর রহমান, স্বাস্থ্য সহকারী বিশ্বনাথ বসাক ও সিএসসিপি আব্দুর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ জুলফিকার আলী। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, মায়ের দুধের কোন বিকল্প নেই। ৬ মাস আগে শিশুদের বাইরের কোন খাবারের প্রয়োজন নেই। ৬ মাস পর শিশুদের বাড়তি খাবার দিতে হবে। মায়ের দুধ শিশুদের ৬ মাস সঠিকভাবে খাওয়ানো হলে নানা রোগ বালাই হাত থেকে শিশুরা মুক্ত থাকবে। তাই বাচ্চাদের মায়ের দুধ ৬ মাস পরেও বাড়তি খাবারের পাশাপাশি ২ বছর ধরে দুধ খাওয়াতে হবে।

Spread the love