শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে পরিবেশ দূষণ প্রতিরোধের উপর ২ দিনব্যাপী এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধিঃ

সোমবার বিরলের ৩নং ধামইর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য অধিদপ্তরের অন্তর্গত স্বাস্থ্য শিক্ষা ব্যুরো আয়োজিত পাশা বিজনেস সেন্টার’র সহযোগিতায় উক্ত সভার শেষদিন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা অফিস কর্মকর্তা ডা. আবুল বাশার মুহাম্মদ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা অফিসার মো. সা্ইফুল ইসলাম। মুল বক্তব্য রাখেন ঢাকাস্থ পাশা বিজনেস সেন্টার’র প্রতিনিধি ও স্বাস্থ্য-শিক্ষা ব্যুরো’র প্রাক্তন সহকারী প্রধান (প্রশাসনিক-প্রশিক্ষণ) মো. আব্দুল লতিফ। এসময় সভায় উপস্থিত ছিলেন ধামইর কমিউনিটি ক্লিনিক’র সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে, গত রবিবার সদর উপজেলার হরিহরপুর আদর্শ গ্রামে ২ দিনব্যাপীর উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফারহানা রহমান’র সভাপতিত্বে উপরোক্ত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এসময় সভায় হরিহরপুর আদর্শ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের মুল কারণ হচ্ছে পরিবেশ দুষণ। তাই আমাদের পরিবেশ দুষণ রোধে নিজেদেরই সচেতন হয়ে অপরকে পরামর্শ দিতে হবে। বক্তারা পরিবেশ দূষণ রোধে সরকার কর্তৃক নির্দেশিত পরামর্শগুলো সাধারন জনগনের নিকট পৌছানোর আহবান জানান।

Spread the love