শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে পিএসটিসি’র সংযোগ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী ॥ ১৪ ফেব্রুয়ারী বুধবার শহরের বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার-পিএসটিসি সংযোগ প্রকল্প দিনাজপুর আয়োজিত এইচআইভি/এইডস সুরক্ষায় অনুকুল সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ তৈরীর জন্য নির্বাচিত স্থানীয় কমিটির সদস্যদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও প্রজেক্টরের মাধ্যমে পিএসটিসি’র বিভিন্ন কার্যক্রম উপস্থাপনা করেন সংযোগ প্রকল্প দিনাজপুরের জেলা সমন্বয়কারী সৈয়দা নুরে নাবিলা তাবাসসুম। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ফিল্ড সুপার ভাইজার শাহনাজ পারভীন। পিএসটিসি অত্যান্ত সুনামের সাথে ২০১৭ সালের জানুয়ারী হতে দিনাজপুর জেলার সদর ও হাকিমপুর উপজেলার হিলি এলাকায় সংযোগ প্রকল্প সফলাতার সহিত বাস্তবায়ন করে আসছে। সংযোগ নামে এই প্রকল্প মূলত বাংলাদেশে এইচআইভি ঝুঁকিতে থাকা তরুণ জনগোষ্ঠীর জন্য উন্নত যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সুক্ষায় কাজ করছে। উক্ত প্রকল্পের উদ্দ্যেশ্যসমুহ ১৫ থেকে ২৪ বছর বয়সের ছেলে-মেয়ে, পরিবহণ শ্রমিক, ভাসমান যৌনকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, পথশিশু, ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু। এছাড়াও উঠান বৈঠক, অভিভাবক, লোকাল কমিটির মেম্বারদের বৈঠক, এনজিও সমন্বয় সভা, রেফারেলের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, জেলা প্রশাসনের সাথে সমন্বয় সভা, গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা করা, এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যবস্থা করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে অংশ নেন ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সদস্য-কর্মকর্তা ও শ্রমিকবৃন্দ।

Spread the love