শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে পূজার্চনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার ॥ ১৮ সেপ্টেম্বর বুধবার দিনাজপুরে ধর্মীয় পূজার্চনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার ৪৭৫টি বিশ্বকর্মা পূজা বিভিন্ন কর্মস্থানে ও বাসায় বাসায় ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুরে মানিক প্রসাদ গুপ্ত’র লহ্মি অটো রাইস মিলে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক পরিষদ দিনাজপুর শহর শাখার সদস্য সচিব রাজু কামার দাস, নিমতলা মন্দিরের সহ-সভাপতি সুবীর চক্রবর্তী। উত্তর গোসাইপুরে মানিক প্রসাদ গুপ্ত’র লহ্মি অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী মানিক প্রসাদ গুপ্ত বলেন, ৫০ বছর ধরে আমার পিতা স্বর্গীয় মহেশ প্রসাদ গুপ্ত শ্রী শ্রী বিশ্বকর্মা ঠাকুরের পূজার্চনা করে আসছেন। তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি প্রতিবছর এই পূজা করে আসছি। পূজা দেখতে এবং প্রসাদ নিতে এলাকার শত শত মানুষ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ আসে। পরিদর্শন কালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, প্রতিটি কর্মের প্রেরণা দেওয়ার জন্যই শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। শ্রী শ্রী বিশ্বকর্মা ঠাকুর শিখিয়েছেন বেতারত্ব জীবন নয় কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কর্মের, নির্মাণের, সৃষ্টির ঠাকুর হচ্ছেন বিশ্বকর্মা। তিনি বিশ্বের মঙ্গলের জন্য আবির্ভাব হয়েছিলেন বলেই আমরা তার পূজার্চনা করে থাকি। যাতে করে প্রজন্ম সম্প্রদায়ের সন্তানরা কর্মসূচী হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গনেশ প্রসাদ গুপ্ত।

Spread the love