শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ প্রতিবারের ন্যায় এবারো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করে। সকাল ৯টায় নিমতলা মন্দিরের অস্থায়ী কার্যালয় হতে বর্ণাঢ্য সভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক্রিতিতে পুস্পস্তবক অর্পণ করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য সুনীল চক্রবর্তী, দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বিভাস বিশ্বাস, কোষাধ্যক্ষ বাচ্চু কুন্ডু। শোভাযাত্রা শেষে নিমতলা মন্দির প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বকক্তব্য রাখতে গিয়ে সুনীল চক্রবর্তী বলেন, অসাম্প্রদায়ীক একদিন দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ, পতাকা, একটি মানচিত্র উপহার দিয়ে গেছেন। তার মধ্যে আমরা মানবতা, জাতিসত্তার যে পরিচয় পাই তাতে বোঝায় তিনি একমাত্র বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা ছিলেন।

Spread the love