শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রতারণার অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আটক

দিনাজপুরের হাকিমপুর বোয়ালদাড় স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.বারী সরকারকে আজ বৃহস্পতিবার হাকিমপুর থানা পুলিশ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে। হিলি চারমাথা মোড় থেকে দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়। এক ব্যাক্তিকে চাকরির প্রলোভন দেখিয়ে তার নিকট থেকে হাতিয়ে নেয়া ৬ লক্ষ টাকা ফেরত চাইতে গিয়ে মারপিটের শিকারের অভিযোগে দায়েরকৃত মামলায় তাঁকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. বারী সরকার প্রায় ৩ মাস পূর্বে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের কফিল উদ্দিনের পুত্র সেকেন্দা আলীর নিকট থেকে শিক্ষা প্রতিষ্ঠানটির স্কুল শাখায় কেরনি পদে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে ৬ লক্ষ টাকা আত্মসাত করেন। এর দীর্ঘ দিনেও চাকরি না দিতে পারায় গত শনিবার বোয়ালদাড় উত্তরপাড়া ছোট জামে মসজিদের সামনে তিনি (সেকেন্দার আলী) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. বারী প্রধানের নিকট টাকাগুলি ফেরত চাইলে তিনিসহ তার অপর দু’সহযোগী ক্ষিপ্ত হয়ে সেকেন্দার আলীকে মারপিট করে গুরুতর আহত করেন। এরপর তাঁকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

Spread the love