শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রবীণদের অধিকার বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান

কাশী কুমার দাশ,স্টাফ রিপোর্টার : প্রবীণ রা আমাদের সম্মান, আমাদের পথপ্রদর্শক৷ প্রবীণরা আমাদের বোঝা নয়, সম্পদ৷ আসুন নিজেদের প্রবীণ জীবন সুরক্ষায় একটি কাংঙ্খিত ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি করি৷ প্রবীণ ব্যক্তিরা দেশ ও সমাজ গড়েছেন, গড়েছেন আমাদের পরিবার, প্রতিষ্ঠিত করে তুলেছেন আমাদেরকে৷ তাদের জন্য শ্রদ্ধা-সম্মানে পরিপূর্ণ জীবন গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে৷

গতকাল সোমবার দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদ চত্বরে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে হেল্প এইজ ইন্টারন্যাশনাল এর সহায়তায় ও বহুব্রীহি এর বাস্তবায়নে প্রবীণদের জন্য চাই প্রত্যাশিত জীবন শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন৷ রামডুবি হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রক্তন শিক্ষক বাবু মন্মর্থ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক৷ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন িদাজপুর জেলা কালচারাল অফিসার আসাফ্‌-উ-দৌলা, সুন্দরবন ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, সমাজ সেবক অশোক কুমার রায়, গণ্যমান্য ব্যক্তি শরত চন্দ্র রায়, প্রধান শিক্ষক ফরমান আলী, উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উদয়ন শিল্পীগোষ্ঠি, গীতাঞ্জলি শিল্পীগোষ্ঠি, খোসালপুর আদিবাসী শিল্পীগোষ্ঠি, পল্লীসঙ্গীত দল নাটক ও গান পরিবেশন করে৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন মিডিয়া কো-অর্ডিনেটর মোঃ আখিদুজ্জামান৷

Spread the love